সময়ের সৈকত গোধূলিলগ্ন

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

পবিত্র মহন্ত জীবন
দিন যায় কোনোরকম- বিকেল গড়িয়ে গোধূলি সমাপ্তির দিকে, ঠিক! এভাবেই কলকব্জা ভেঙেছে শরীর পাঁজর ঘুম নেই, বিশুদ্ধবায়ু নেই, জলাশয় নেই, তৃষ্ণায় কাতর মরুর অরণ্যে। বয়স বেড়ে সময়ের পরিবর্তন- বয়সপিছে ততটুকু সমাপ্তি দিকে সুখশান্তি, প্রেম-প্রেয়সীকে দ্যাখা; বয়স সময়ের সৈকত গোধূলিলগ্ন।