হ্যামলক
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সাব্বির আহমাদ
দুপুরের রঙে রঙিন হয়ে আছে জংধরা শরীর।
ঠোঁটের ভাজ খুলে খুলে যে এক মানবী;
আদ্র জলজস্পর্শ মেখে দেয় ব্যথা সঞ্চিত বুকে।
সেখান থেকে একটা ব্যথিত ফুলের স্টাকচার-
রোজ নিশিথে, অন্ধকার হয়ে গ্যালে সব
ফোঁটায় ফোঁটায় ঝরায় হ্যামলকের ধারাপাত।