জেগে থাকো
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গাজী গিয়াস উদ্দিন
কেউ যদি বলতো সফলতার কথা
বলতাম ঠেকাও মরণ
বলতাম পাখিদের অক্লান্ত অভ্রান্ত
অনিঃশেষ ভ্রমণের নীরবতা,
কর্মবীরদের হাতে ঠেকে যায়
মরণের বাণ
জেগে উঠে জীবনের বীণ
সূর্যের জ্বালানি ক্ষয়ে
বস্ন্যাকহোলে নক্ষত্র ঘুমাক,
তবু তুমি
জেগে থাকো বীর।