রক্তজবা বিজয়ের গান
প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিচিত্র কুমার
এই মাটি কি জানে তার বুকে কত স্বপ্ন কবর দিয়েছে?
রক্তজবা ফুলের মতো লাল হয়েছিল মাঠ,
যেখানে কাঁপছিল মায়ের আর্তনাদ,
আর বাবার নিঃশ্বাস ঝরে পড়েছিল মাটির গভীরে।
তবু সেই মাটিই বুক ফুলিয়ে বলেছিল,
'আমি এই রক্তের ঋণ শোধ করব স্বাধীনতার শপথে।'
যখন ভোর আসেনি,
তখনো কুয়াশার চাদর মুছে আলো খুঁজে ফিরেছিল প্রাণ।
সেই আলো আজ বিজয়ের রক্তজবা,
যা প্রতিটি শিশুর হাসিতে বেঁচে আছে।