বিজয় দিবস মাথায় থাকে

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

দিলীপ কির্ত্তুনিয়া
মাথার মুকুট মাথায় থাকে বিজয় দিবস মাথায় থাকে। ভালোবাসা বুকে থাকে বিজয় দিবস বুকে থাকে। স্বপ্ন থাকে চোখে চোখে বিজয় দিবস চোখে চোখে। আনন্দ গান ঠোঁটে ঠোঁটে ফুলের মতো সুরে ফোটে। বিজয় দিবস ঠোঁটে ঠোঁটে যেন গোলাপ অরুণ ফোটে। দেশ গঠনের মন্তরে বিজয় দিবস অন্তরে। ঝর্নাধারা বিজয় দিবস বৃষ্টিমুখর বিজয় দিবস বিজয় দিবস সোনার কাঁকন গাঁয়ের বধূর হাতে। বিজয় দিবস যত্নে রাখি বিশ্বাসে নিঃশ্বাসে।