প্রতিশ্রম্নতি

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

দালান জাহান
মস্তিষ্ক ও বাজার খনন করার জন্য তিনবেলা বিদ্যান নিয়ে ঘুরে বেড়ায় তিনজন জমিদার শ্রম্নতি ও স্মৃতির কলঙ্ক শেষে কয়েকটি চোখ লাল ইদানীং দাওয়াতে নিয়ে বাড়ি ফিরছে পিঁপড়ের দল। ইতিহাসের চেয়ে মৃত অন্ধকারে দখিনের দোকান খোলে বসে আছে কাঙাল সুফিয়া... উত্তরে ঝুলছে নদী জীবন হাওয়ার প্রাসাদ। ভাত ও তরকারির গরম সালাদে আগুন নিঃশ্বাস পুড়ছে ফসফরাসে। সবুজ দুঃখ মাখা মায়ারঙা কাপগুলো ভেঙে পৃথিবী এখন ভরে গেছে শুক্রবারে শনিবার নীরব নিশ্চুপ অধ্যয়ন রবিবার পাগলা ঘুড়ি সোমবারের প্রতিশ্রম্নতি নিয়ে বহুদূর এগিয়ে গেছে ফুটবলজয়ীরা।