তিল ও গোলাপ

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

নজরুল হায়াত
কয়েকটি প্রজাপতি উড়ে এসে বসেছিল তোমার তিলের কাছে ভেবেছিল বিপুল গোলাপ ফুটে আছে ঘ্রাণ তার পৌঁছে গিয়েছিল দূরে, বহুদূরে পিঁপড়াদের গোপন বাসরে তারা সব নেমে এসে পৃথিবীর গোলাপ আসরে চাঁদ ছুঁয়ে তিলের গোলাপ নিয়ে বলাবলি করে তোমার গোলাপ-তিল গোলাপ-স্বভাবে গোলাপের গাথা হয়ে বহুদিন রয়ে যাবে পাখিদের নিভৃত আলাপে।