হীম ও হেমন্তে

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

পঞ্চানন মলিস্নক
হাওয়ার শরীর, রোদের শরীর চেয়ে দেখে হেমন্তের ধান, ভূমিষ্ট শিশুকাল হতে সে পেয়েছে আদর হীম ও উষ্ণের; তাই পরিযায়ী পাখির গীতে মজে আছে সব গলা ভিজিয়ে। ঘন কুয়াশার ঘোরে এপারে ওপারে বেঁধেছে পরাণ ও কায়ারে; হীম ও হেমন্তে পর্যাপ্ত ব্যালেন্স শেষ হয়ে গেছে গরমের, তাই পাখিদের অ্যাথলেট বউ অক্লেশে অতিক্রম করেছে ক্ষেতের লং জাম্পের ভূমি।