কে কাকে ডাকে
প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মিতুল সাইফ
সেটা তোমার সমস্যা
তা বইবে কেন কেউ?
কারো জন্য কেউ হাত বাড়িয়ে দরজা খুলে নেই।
দরজাও আপনা আপনি খোলে না, জানো তো?
তোমার দরজা যদি পারো তুমি খুলে নাও
যদি পারো তবেতো বাঁচলে
না হলে পৃথিবী তোমায় ছাড়বে না।