মরীচিকার কুহকে আছি
প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গাউসুর রহমান
মরীচিকার কুহকে আছি, বিনাশে আছি
অশ্রম্নপ্রেমশোকে আছি, সময়ের ধাঁধাঁয় আছি।
তোমার বুকে কৃষ্ণচূড়ার আগুন ছিল কিনা
আজ আর মনে নেই,
তোমার বুকে বসন্তের ঢেউ ছিল কিনা
আজ আর মনে নেই।
অন্তবিহীন কথার নূপুর বাজাতে কিনা
তা-ও মনে নেই আর।
আমার আকাশ আগেও পোড়ানো ছিল
এখনো আছে,
এক সময় ডাল-ভাতের প্রশ্রয় ছিল-
এখন তা-ও নেই।
তুমি থাকো দুধে-ভাতে সব সময়-
আমি থাকি কালো মেঘের ক্রোধে
ঝড়-তুফানের ফাঁদে।