নতুন বন্দোবস্ত

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

দ্বীপ সরকার
হত্যারও যে হত্যা হয়- আমি সেটা জানতাম আমি জানতাম বলেই আমাকে ফাঁসি দেওয়া হলো এভাবে পৃথিবীর তাবৎ সাক্ষীদের খুঁজে খুঁজে মোটা দড়ির সাথে পেঁচিয়ে ফাঁসি দেওয়া হলো পৃথিবীর সবাই সবার মৃতু্য দেখছে সবাই একে অপরের সাক্ষী এভাবে ফাঁসি দিতে দিতে পৃথিবী মানুষশূন্য হয়ে গেল এরপর আর কী থাকে বাকি গাছপালা, পশু পাখি-বিচারক পরের প্রজন্মের মানুষগুলো সাদা রঙের হতে থাকল তাদের মনে নেই কোনো প্রতিহিংসা হিংসা, ঋণ খেলাপি এবং মিথাবাদী।