প্রাণের স্বাধীনতা
প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
লাভলী ইসলাম
জেগে উঠেছে ওরা ওহে সূর্য সন্তান
যারা দিয়ে গেছে প্রাণের বলিদান
যাদের রক্তে আজ ও বয় জোয়ার
গৌরবে সৌরভে শ্রদ্ধায় বারবার।
সবুজের মাঝে লাল রক্ত নিশানা
সর্বোশক্তি দিয়ে ধরো হাল ছেড়োনা
উড়িয়ে দাও মুক্ত বাতাসে সহাস্যে
স্বাধীনতা তুমি সুর তোলো বিশ্বে।
যতই আসুক ঝড়ঝঞ্ঝা আঘাত
বজ্রমুষ্ঠী দুর্জয়ী জাতি হাতে হাত
বাংলার আকাশ বাতাস স্বাধীনতা
উচ্চশীরে ধসে দাও সকল কুলষতা।
মানচিত্র রক্ষায় ভুলে যেও না একতা
ও প্রিয় দেশপ্রাণের ভূমির স্বাধীনতা।