রোদের মায়া

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

শামীম খান যুবরাজ
রোদের মায়ায় বোধ হারিয়ে ফিরে আসি স্বীয় রাজ্যে লোভের মদিরা পানে- প্রাণের ভেতর জন্ম নেয় যে পিশাচ তাকে হত্যা করেছি বহুকাল আগেই তবু রোদের মায়া ভুলতে পারিনি অজান্তেই জমাট বেঁধেছে স্মৃতির আকর।