মোমের আলোয় ভালোবাসা

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

কামরুল হাসান পরাণ
কি ভাবছ এতটা ব্যাকুল হয়ে মানব? ভাবছি কতদূর পথ পাড়ি দেওয়া যায়। পথের যে নেই শেষ ভয় নেই, পথ শেষ না হলে পথের দেখা মেলে নতুন করে। অন্ধকারের পথ মাড়াতে চাই না কস্মিনকালেও। যে পথে নেই পথের দিশা। অকারণ শুধুই নিজেকে হারানোর ভয়। সে পথ মাড়াতে হবে না আর তোমাকে। তোমার জন্য প্রজ্বলন করে রেখেছি শত শত মোমের আলো, দ্বীপশিখা ছড়াবে। আমার শুধুই ভয় হয়। দেখ না কেমন করে মোমের আলো ক্ষয়ে যায় আগুনের লেলিহান শিখায়, মোমের সর্বনাশ। ভয় পেও না। পুড়ছে পুড়ুক কিছু মোমের আলো। আমি ভালোবাসব তোমায় স্নিগ্ধ মোমের আলো হয়ে, যা প্রদীপের আলো দিতে পারে না।