কবন্ধকাল

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
একজন লেখক পড়ন্ত বিকেলে স্বপ্ন দেখেছিল ঘোলাটে চোখে একজন কবি ক্লান্ত জীবনে তুলেছিল তুমুল ঝড় একদল তরুণ স্স্নোগানে স্স্নোগানে মুখরিত করেছিল শ্রান্ত হৃদয় আঙিনা। আবার ফিরেছিল পলাতক স্বপ্ন, আবার ধ্বংসস্তূপে নির্মাণের প্রত্যাশারা এসেছিল, আবার কোলাহলে জেগেছিল ভোরেরা। হারিয়ে ফেলা একটা মানুষের জীবন ফিরে পেতে ভুলে যাওয়া ভাষাকে কবিতা, গানে, চিৎকারে পৌঁছে দিতে সত্যকে নির্ভয়ে বুকে জড়িয়ে নিতে দীর্ঘ ঘুম ভেঙে, ছুড়ে ফেলে ভয় মৃতু্যকে আলিঙ্গনে করেছি বরণ। একজন মুক্তিদাতা, একজন অগ্নি পুরুষ একজন সত্যিকার নির্লোভ, ন্যায়ের বাহক, একজন মানুষ খুঁজছি এখনো। স্বপ্ন দেখানো সেই লেখক ঝড় তোলা সেই কবি রাজপথ লালে লাল করা সেই তরুণরা জেগে থাকো, বাঁচিয়ে রাখো স্বপ্নটা এই কবন্ধকালে।