ধনুকের তীর

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০

এ এস এম আব্দুল হালিম
ধনুক রজ্জু-রশি ধর সবল হস্তে তীরখানি অবমুক্ত করিবার আগে ভাবো শতবার: চাহ কি শিকার করিবার? কাহার বক্ষ বিদীর্ণ করাটাই লক্ষ্য, কি তার অপরাধ? আছে কি তার বাঁচিবার অধিকার? স্মরণে রেখ, একদিন ঠিকই হবে সত্যের জয়, এ হত্যার ন্যায্য বিচার! বিবেক-বিবেচনা, ধৈর্য-সহিষ্ণুতা জীবে দয়া, ঔদার্য, মহানুভবতা সহমর্মিতা, অন্তর-কোমলতা, শুদ্ধ আত্মা তুমি মহাজ্ঞানী, মহাত্মা, পবিত্র সত্তা। হৃদয়ে বহ মানব প্রেমের ফল্গুধারা অন্তরে তব রবে সৃষ্টির লাগি অকৃত্রিম ভালোবাসা। তীর ধনুক রাখ সাবধানে নিজেরে প্রবোধ দাও, রাখ নিয়ন্ত্রণে করো না কখনো সীমা লঙ্ঘন! পাবে অনাবিল শান্তি, মধুর জীবন!