জাদুময়তা
প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
শামীম খান যুবরাজ
সুখের সরোবরে অবগাহন করেও
তৃষ্ণা কাটেনি মনের।
অযাচিত প্রলোভনে সমুদ্রযাত্রার
খায়েশ ফুরিয়ে গেলে-
একবিন্দু শিশিরে ভেজাই ঠোঁট
জাদুময়তায় শুকায় মনের চোট
প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০