বলবে ভালোবাসি

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০

ইকরাম আকাশ
নদীরও কিনারে মনেরও পাঁজরে রেখেছি তোমারে অতি সংগোপনে চোখেরই ভাষায় কাজল কালো রেখায় ডুবেছি আমি তোমারই মায়ায়। নিশীথ পানে মনেরই আকাশে উঠে শুকতারা হেথায় গানেরই কলি মুহু ছন্দে করে বাড়াবাড়ি ওপার এপার একই যেন মাঝে দরিয়ার পানি ভাঙবে না মন, জড়াবে প্রেমে, বলবে ভালোবাসি।