মন

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০

যাকির যাপন
মানুষের মনে আদি রহস্য বুনন তবু কত কথা! হে হৃদয়! সেই আলোক অথবা আলোকের সংজ্ঞা গহীন বিস্ময় অতি! তবুও চোখের সীমানায় জীবন ও দৃশ্যের বসতি! থাকে শুধুই কথারা! যে কথার সীমানা শুধুই পরম নৈঃশব্দ্যে হৃদয়ে হৃদয় তবু, তবু সব কথাই ভাষার খেলাঘর।