বীরের রক্তে লেখা ভাষা

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আজিজুর রহমান টাইগার
এখানে নদী বলে কথা, বাতাস গায় গান, এখানে মাটির গন্ধে বাজে বীরের সম্মান। এখানে রক্তে লেখা একুশের দিন, এখানে মায়ের ভাষা অমলিন। সালাম, রফিক, বরকত, জব্বার- তোমাদের ত্যাগে উজ্জ্বল আমাদের অভিসার। তোমাদের বুকের তাপে গড়ল ইতিহাস, বাংলা মায়ের মুখে ফিরল ভাষার আশ। সেদিন শহীদ মিনারে ঝরেছিল রক্ত, বাংলা ভাষা পেল আপন শক্ত। গর্জে উঠেছিল ছাত্রের কণ্ঠ, গান হয়ে বাজলো স্বাধীন প্রত্যয়। ২১ শে ফেব্রম্নয়ারি বেঁচে আছে চিরকাল, বাংলার বুকে অক্ষয় লাল। ভাষার জন্য যারা দিল প্রাণ, তাদের স্মরণে গড়ি নবীন প্রস্থান। বাংলা আমার মায়ের ভাষা, আমার প্রাণের স্পন্দন। বাংলা আমার ভালোবাসা, আমার চেতনার বন্ধন।