বসন্ত বিলাপ
প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ০০:০০
আবু হেনা মোস্তফা কামাল
রঙের হোলিতে ধূসরতা ছেড়ে বসন্ত এসেছে
অথচ রাঙানো দেয়ালের ক্যালেন্ডারে
ফাল্গুনের তারিখ ঘষা হয়নি এখনো
তবুও বাতাসে আছে গন্ধ,
তোমার চুলের মতো মৃদু উড়ন্ত কোনো রহস্য এক।
রাস্তায় আবছা আলোয় জ্বলছে যে সিগারেট,
ধোঁয়ার আড়ালে লুকিয়ে থাকা অপেক্ষা,
জানি আমি, সে-ও জানে-
বসন্তের মানে একই রকম নয় সবার কাছে।
ফুল ফুটেছে কোথাও কোথাও,
শূন্য হাতের মুঠোয় জমে আছে পুরনো দুপুর,
আর কাঁধে ঝুলে থাকা ব্যাগের ভিতর
জমিয়ে রেখেছি কিছু বিশ্বাসের ধুলো।
তোমার মতো আমিও জানি, বসন্ত এসে গেছে,
অথচ আমার জানালায় মৃদু উড়ন্ত রহস্য গন্ধ এক।