নিঃসঙ্গের হাত
প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ০০:০০
নাসরিন ফেরদৌসী
নিঃসঙ্গ হাতটি বাড়ায় উদাস পথিকের দিকে
আনমনা, দিকভ্রান্ত আর উন্মাদনা যার সঙ্গী,
বুকে জমাটবদ্ধ শীতল রক্ত, মাঝেমধ্যে উত্তপ্ত!
নির্বাক নিশ্চুপ, হৃৎস্পন্দনে জটিল আভাস।
নিঃসঙ্গরা ঝরাপাতা ও ব্যর্থ স্বপ্নের আর্তনাদ,
দুর্বল জীবনের আতঙ্ক, হতাশাদের হয় বিষাদ।
অমাবস্যায় তৃপ্ত, উচ্ছ্বাসে ধ্বংস করে বিবেক,
আবেগ, অনুভূতিরা অবহেলায় হয় নিঃসঙ্গ।
দৃঢ় সংকল্প সঙ্গী করে মনোবল করো পোক্ত
বিলুপ্ত হবে নিঃসঙ্গের হাত, অবস্থান হবে শক্ত।