তোমার সাথে ব্যবচ্ছেদ
প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ০০:০০
তামান্না জাহান
চোখে চোখ রাখা তো হলো জনম জনম
বিনিময়ে পেলাম নোনাজলের পস্নাবন,
চুলের খোঁপায় গুজে রাখা বিরহী গোলাপ
কাঁটাগুলো নিভৃতে জখম করে ভেঙেছে মন।
অভিযোগের দানবাক্স ভর্তি করুণার মোহর
পায়ের তলায় পড়ে থাকে শতজনমের পাতা,
দুনিয়াতে এত কলম থাকতে শূন্য কেন
আমার পূর্ণতার খাতা!
অনেক আগেই ছিঁড়ে গেছে
আমাদের ব্যবচ্ছেদের মালা;
মাঝখানে শুধু নিঃস্ব থাকার করুন হাতছানি,
শুকিয়ে গেছে বনমালীর পাঠানো দোলনচাঁপা
ভাঙতে গিয়েও ভাঙেনি আজও অগোচরে
পড়ে থাকা প্রতিক্ষার ফুলদানি।