আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে ঝড় তোলার চেষ্টা: হুমায়ুন

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন -যাযাদি
‘বিএনিপির আইনজীবীরা আইন জানেন না’ আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্য প্রত্যাহার চেয়ে সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতির দাবির প্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে বিএনপির আইনজীবীরা ঝড় তোলার চেষ্টা করছেন। মঙ্গলবার বেলা ১১টায় সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে বিএনপির আইনজীবীরা সংবাদ সম্মেলন করেন। এতে বক্তব্য রাখেন সমিতির সভাপতি জয়নুল আবেদীন। এরপর একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করে বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন। সংবাদ সম্মেলনে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, কিছুদিন আগেও এই অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে একটি দলের শীষর্ নেতারা এসেছিল। সে সময়েও সংবাদ সম্মেলন করে বলেছিলাম। এটা সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতির একটা পবিত্র অঙ্গন। কোনো দলের মঞ্চ হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য নয়। আমাদের সময় কোনো দিন এটি হয়নি, করতে দেয়া হয়নি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আবারও কিছু দিন পরে এ ধরনের সম্মেলন হচ্ছে। আজকেও হয়েছে। এখানে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে তারা একটি ঝড় তুলতে চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতির সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সহ-সম্পাদক এ কে এম রবিউল হাসান সুমন ও ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম।