সৌদিতে নিযাির্তত নারীদের দেশে ফিরিয়ে আনার দাবি

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
সৌদি আরবে গৃহকতার্ ও পুলিশ কতৃর্ক নিযার্তনের শিকার বাংলাদেশি নারী গৃহশ্রমিকদের দ্রæত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে নিযাির্তত নারীদের পরিবার। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান। মানববন্ধনে নিযাির্ততদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিযাির্তত নারীদের মধ্যে ঝুমুর, সুফিয়া, সেতারা, বাসিরুন , মাজেদা, নাজমা, দিপালী, শিল্পী, তাসলিমা, রাজিয়া, ফাতেমা প্রমুখ সৌদি আরবে গৃহকতাের্দর নিযার্তনের শিকার হয়ে পালালে হাফেল আল বাতানের হামেল থানায় আটকে রেখে নিযার্তন করা হচ্ছে। তাই তাদের দ্রæত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তাদের পরিবার।