কেরানীগঞ্জে অভিযানে ১৭ ওয়াশিং কারখানার বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার কেরানীগঞ্জ মডেল থানাধীন বাঁশপট্টি, জিনজিরা, টাওয়ার ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৭টি ওয়াশিং কারখানার বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশগত ছাড়পত্র বিহীন ওয়াশিং কারখানা বুড়িগঙ্গা নদী প্রতিনিয়ত দূষণ করার কারণে হাইকোর্টের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। ওই অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক, সহকারী পরিচালক, উপজেলা প্রশাসনের এসিল্যান্ড (দক্ষিণ), কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য,র্ যাব সদস্য এবং বিদু্যৎ অফিসের সদস্যরা সহায়তা করেন। বিজ্ঞপ্তি