যে উন্নয়নে মানুষ না খেয়ে থাকে সেটা কোনো উন্নয়ন নয় : মান্না

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
জাতীয় প্রেসক্লাবে শনিবার লেবার পার্টির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না যাযাদি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ১৫-২০ দিন পর পর পদ্মা সেতুতে একটা স্প্যান বসিয়ে সরকার তাক লাগিয়ে দিতে চায় যে- উন্নয়ন করছি। যে উন্নয়নে মানুষ না খেয়ে থাকে, যে উন্নয়নে মানুষ ব্যবসা প্রতিষ্ঠান বেচে দেয় সেটা কোনো উন্নয়ন নয়।' শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে লেবার পার্টির উদ্যোগে চাল, পেঁয়াজ, আলুসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল, ক্ষমতায় গেলে ১০ টাকা কেজি চাল খাওয়াবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবে। আজ এক এক করে ১২ বছর তারা ক্ষমতায় আছে। যে চাল ১০ টাকা কেজি খাওয়ানোর কথা, সেটা এখন ৬০ টাকা। কিন্তু সরকার এতে দুঃখিত না। প্রধানমন্ত্রী, সরকারের মন্ত্রী কোনো জায়গায় কথা বলার সময় বলেনি- আমরা পারছি না, চালের দাম বেড়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে।' তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলা বন্ধ করে দিতে পারে, বিরোধী দলের নেতাকর্মীদের জেলে ভরে দিতে পারে। কিন্তু যারা জিনিসের দাম বাড়ায় তাদের কিছু করার ক্ষমতা সরকারের নেই। মান্না আরও বলেন, আপনি অসুখে মরবেন, ক্ষুধায় মরবেন তারপরও জিনিসের দাম কমাবে না। সিন্ডিকেটকে ধরতে পারবেন না, তাই জিনিসের দাম কমাতে পারবেন না। এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন জিনিসের দাম কমবে না। নারীরা রক্ষা পাবে না, ক্রসফায়ার বন্ধ হবে না, বস্তির পর বস্তিতে আগুন লাগবে, মানুষের কোনো অধিকার থাকবে না। এই অবস্থার উত্তরণে গণআন্দোলনের বিকল্প নেই। অতএব কাজ একটাই- সবাই মিলে জোট বাঁধেন, রাস্তায় আসেন। সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনকে মানবমিছিলে পরিবর্তন করেন। রাজপথগুলো জনতার ঢলে ভর্তি করে দেন। সংগঠনের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুলস্নাহ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব মিশনের সভাপতি মহিবুলস্নাহ মেহেদি, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন প্রমুখ।