হেফাজত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই : মায়া

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২০, ০০:০০ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২০, ১০:২৫

যাযাদি রিপোর্ট
জাতীয় প্রেসক্লাবে সোমবার মেয়র হানিফের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া -ফোকাস বাংলা

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, 'আপাতত হেফাজত নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা মোকাবিলা করতে জানি। ২০১৩ সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। এখন প্রয়োজন নিজেকে আরও একবার ঝালিয়ে নেওয়া।' সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, 'হেফাজতে ইসলাম আবার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভাস্কর্য ও মূর্তি এক জিনিস না, এটা হেফাজত বুঝতে চায় না। আমরাও বুঝতে চাই না, বোঝাতে চাই না, প্রয়োজনে ২০১৩ সালে ফিরে যেতে চাই।' বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, হেফাজতে ইসলাম নতুন করে মাথাচড়া দিয়ে ওঠা শঙ্কার। তারা কী ষড়যন্ত্র করছে তা আমাদের বুঝেশুনে মোকাবিলা করতে হবে। মনে রাখবেন শুধু হেফাজত না, যে অপশক্তিই হোক আমরা সব অপশক্তির বিরুদ্ধে জীবন দিয়ে মোকাবিলা করতে চাই। বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আয়োজিত সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।