শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউলশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

যাযাদি ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০
রিতা দেওয়ান

পালা গানের মাধ্যমে 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' করার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় বাউলশিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইবু্যনালের বিচারক আসসামছ জগলুল হোসেন বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন।

রিতা দেওয়ান ছাড়া মামলার বাকি দুই আসামি হলেন- শাজাহান ও ইকবাল। তাদের তিনজনের বিরুদ্ধে অভিযোগের 'প্রাথমিক সত্যতা' পাওয়া গেছে জানিয়ে গত ২৯ অক্টোবর ট্রাইবু্যনালে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান গত ২ ফেব্রম্নয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে এই অভিযোগ দায়ের করলে বিচারক পিবিআইকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছিলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ (১) ধারায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান সৃষ্টিকর্তাকে নিয়ে 'ধৃষ্টতা ও কুরুচিপূর্ণ' মন্তব্য করেন।

ইউটিউবে সেই পালা গানের ভিডিও ছড়িয়ে পড়ায় তা মানুষের 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' হেনেছে বলে অভিযোগ করেছেন আইনজীবী ইমরুল হাসান।

ওই গানটি নিয়ে সমালোচনা হওয়ার প্রেক্ষাপটে গত ১ ফেব্রম্নয়ারি ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্ষমা চেয়েছিলেন বাউলশিল্পী রিতা দেওয়ান।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় বলা হয়েছে- 'যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করিবার বা উস্কানি প্রদানের অভিপ্রায়ে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করেন বা করান, যা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদন্ডে বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হবেন'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে