শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জুনের মধ্যে আরও ১০ হাজার ইএফডি মেশিন বসানো হবে

যাযাদি রিপোর্ট
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

আগামী বছরের জুনের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আরও ১০ হাজার ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানো হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মিজ জাকিয়া সুলতানা এ কথা জানান।

বুধবার রাজধানীর কারওয়ানবাজারের সামারাই কনভেনশন সেন্টারে ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) ব্যবহার ও উপকারিতা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে ব্যবসায়ীদের অংশগ্রহণে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাকিয়া সুলতানা বলেন, বসুন্ধরা সিটি, বায়তুল মোকাররমের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এক হাজার ইএফডি মেশিন বসানো আছে। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে (জুনের মধ্যে) এই সংখ্যা বাড়বে। আরও ১০ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানে ইএফডি মেশিন বসবে।

তিনি আরও বলেন, 'আমরা এক লাখ ইএফডি মেশিন দিতে ভেন্ডরের সঙ্গে চুক্তি করেছি। পর্যায়ক্রমে সব দোকানে এই মেশিন বসবে।'

ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার এসএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি শপিংমল দোকান মালিক সমিতির সভাপতি এমএ হান্নান আজাদ, সাধারণ সম্পাদক গোলাম মৌলা প্রমুখ।

অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে