সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ইরফানের বিরুদ্ধে প্রতিবেদন ২০ ডিসেম্বর \হযাযাদি রিপোর্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোলস্নার বিরুদ্ধে নৌবাহিনীর অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২০ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। ২৫ অক্টোবর রাতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 'সংসদ সদস্য' লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। এ ঘটনায় ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার বডিগার্ড মো. জাহিদুল মোলস্না, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। ২০২টি মোবাইল সেট উদ্ধার \হযাযাদি ডেস্ক চট্টগ্রাম নগরের পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল সেট ছিনতাই ও বিক্রয় চক্রের ১১ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশেপাশের এলাকা থেকে ২০২টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে বাগদাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গলিতে এ অভিযান চালানো হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, প্রথমে গোপন তথ্যের ভিত্তিতে ফজলুল ও শাহ আলম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ১৬৪টি মোবাইল সেট পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোবাইল সেটগুলো বিভিন্ন ছিনতাইকারী ও অপরাধী চক্রের কাছ থেকে তারা কম দামে কিনে আবার বেশি দামে বিক্রি করে। বাগদাদ হোটেলের গলিতেই তারা ভাসমান দোকান বসিয়ে সেগুলো বিক্রি করে। তাদের দেওয়া তথ্যে মো. মহিউদ্দিন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও ২৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়, যেগুলো বিক্রয়ের জন্য সাজিয়ে রাখা হয়েছিল। এরপর অভিযান চালিয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তলস্নাশি করে তিনটি স্টিলের ছোরাসহ আরও ৯টি মোবাইল সেট উদ্ধার করা হয় বলে জানান তিনি। রাজধানীতে অভিযান চালিয়ে আটক ৬২ \হযাযাদি রিপোর্ট রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় তাদের কাছ থেকে ২৯ হাজার ১১০ পিস ইয়াবা, ২৬০ গ্রাম হেরোইন, ১ কেজি ১২৫ গ্রাম গাঁজা ও ৩০ ক্যান বিয়ার জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতনের চেক হস্তান্তর যাযাদি রিপোর্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের সরকারি অংশের বেতন-ভাতার চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার অনুদান বণ্টনকারী ৮টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে নভেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাউশি।