ভিক্ষা নয় মেহনতি মানুষের শ্রমের মজুরি চাই: সেলিম

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত সড়ক অবরোধ ও সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ কমিউনিস্ট পাটির্র (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম -যাযাদি
বাংলাদেশ কমিউনিস্ট পাটির্র (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘আমরা ভিক্ষা চাইতে আসিনি, মেহনতি মানুষের শ্রমের মজুরি চাইতে রাস্তায় এসেছি। শ্রমিকের দাবি ন্যূনতম ১৬ হাজার টাকা মেনে নিতে হবে। নইলে আগামী নিবার্চনে শ্রমিকরা আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত সড়ক অবরোধ ও সমাবেশে সরকারের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। সেলিম বলেন, ‘আমাদের প্রস্তাব ছিল ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার। কিন্তু সব শ্রমিকের আশাকে উপেক্ষা করে প্রস্তাবের অধের্ক দেয়া হয়েছে। আমরা সরকারের এ প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’ তিনি বলেন, আগামী নিবার্চনে ফান্ড আদায় করতেই মালিক পক্ষের স্বাথর্ দেখছে সরকার। এখন সুইপারের বেতন ১৭ হাজার টাকা, কিন্তু গামের্ন্টস শ্রমিকের মজুরি ৮ হাজার টাকা। এটা মানা যায় না। গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কাজী রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সহ-সভাপতি সাদেকুর রহমান প্রমুখ। একই সময় গামের্ন্টস শ্রমিক অধিকার আন্দোলন আয়োজিত সমাবেশে শ্রমিকনেত্রী মুশরেফা মিশু বলেন, ‘আমরা দুই বছর আগে ১৬ হাজার টাকা শ্রমিকের মজুরির প্রস্তাব করেছিলাম। দুই বছরে সব পণ্যের দাম বেড়েছে অথচ শ্রমিকের মজুরি করা হলো ৮ হাজার টাকা। আমরা সরকারের প্রস্তাবের সঙ্গে একমত না। আমাদের দাবি ১৬ হাজার টাকা না হওয়া পযর্ন্ত আন্দোলন চলবে। আন্দোলনের মাধ্যমে মেহনতি মানুষের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’