কোনো স্বৈরাচারই টিকে থাকতে পারে না: ন্যাপ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
গুম-খুনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে জনগণের মুখে তালাবদ্ধ করতে চাচ্ছে। সরকার ভুলে গেছে জনস্রোতের কাছে কোন স্বৈরাচারই টিকে থাকতে পারে না। শনিবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটির্-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহাগরীর প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ২০-দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, ইতোমধ্যে অনুষ্ঠিত বিভিন্ন নিবার্চনই প্রমাণ করেছে নিবার্চন কমিশন সরকারের আজ্ঞাবহ। তারা জনগণের পক্ষে নয়, গণতন্ত্রের পক্ষে নয়। ‘লুটপাটতন্ত্র সবর্ত্র জেঁকে বসেছে। সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই। সরকার জিম্মি অসাধু সিন্ডিকেটের কাছে। বাজারের দুষ্টচক্র সিন্ডিকেট এখন বাজার নিয়ন্ত্রণ করছে। কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ, বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। জনগণের ভোটের অধিকার হরণ শেষে এখন ভাতের অধিকার এবং ন্যায় বিচারের অধিকার কেড়ে নিতে তৎপর সরকার।’