শাহজালাল থেকে আবারও ‘খাট’ উদ্ধার

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর হযরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরের কাগোর্ ইউনিট থেকে ফের ২০ কেজি ‘নিউ সাইকোঅ্যাকটিভ সাবসট্যান্স (এনপিএস)’ বা খাট উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। শনিবার দুপুরে দুটি কাটর্ন থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইর সদস্যরা জেট এয়ারওয়েজের মাধ্যমে আসা দুটি সন্দেহজনক কাটর্ন পযের্বক্ষণে রাখে। পরে বিমানবন্দরে কমর্রত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কাটর্নগুলো খোলা হলের ভেতরে ‘গ্রিন টি’র মতো দেখতে খাট মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এগুলো মূলত ইথিওপিয়ান গঁাজা, যা খাট বা এনপিএস নামে পরিচিত। এটি পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। যা মানবদেহে ইয়াবার মতো প্রভাব ফেলে। এই মাদকের আমদানিকারক শেনিন করপোরেশন (১৪৯/এ, রুম-৩০৫, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা)। এনএসআইর এক কমর্কতার্ জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খাটের চালানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এর আগে শুক্রবার ১২০ কেজি খাট উদ্ধার করা হয় বিমানবন্দর থেকে।