তারেক জিয়ার ফঁাসির দাবি

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানে ফঁাসির দাবি জানিয়েছে ‘জননেত্রী সৈনিক লীগ’ নামের একটি সংগঠন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। এ সময় তাদের ব্যানারে ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভী রহমানসহ ২৪ জন নিহত হওয়ার মূল আসামি তারেক জিয়ার ফঁাসির দাবি’ কথাগুলো লেখা ছিল। সংগঠনটির শতাধিক কমীর্-সমথর্ক মানববন্ধনে অংশ নেয়। তবে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পযর্ন্ত তিনি উপস্থিত হননি। মানববন্ধনে বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল আসামি তারেক জিয়া। তিনি বতর্মানে দুই মামলায় সাজা মাথায় নিয়ে বিদেশে অবস্থান করছেন। বিদেশে পলাতক এই আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ফঁাসি কাযর্কর করতে হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন জননেত্রী সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের আহŸায়ক কামাল উদ্দিন ফালান। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম চৌধুরী রানা।