মজুরি নিয়ে অসন্তোষের সুযোগ নেই: চুন্নু

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
মুজিবুল হক চুন্নু
সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য আট হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করায় এ নিয়ে অসন্তোষের কোনো ‘সুযোগ’ দেখছেন না শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, ‘সাধারণ শ্রমিকদের সমথর্ন আমাদের সঙ্গে আছে। তাই কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। অসন্তোষ যাতে না হয়, সে জন্যই প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী মজুরি ঘোষণা করেছি।’ তবে কিছু সংগঠনের ‘উদ্দেশ্য ভালো নয়’ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা খুবই কেয়ারফুল, উদ্দেশ্যমূলকভাবে যদি কিছু করতে চায়, তবে তারা কিছু করতে পারবে না।’ আট হাজার টাকা ন্যূনতম মজুরির ঘোষণা প্রত্যাখ্যান করে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিবাদের মধ্যেই রোববার সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিএসআরএম-এর লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে সংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন চুন্নু। পোশাকশ্রমিকদের মজুরি ৫১ শতাংশ বাড়িয়ে গত ১৩ সেপ্টেম্বর ন্যূনতম আট হাজার টাকা মজুরি ঘোষণা করে সরকার, যা আগামী ডিসেম্বর থেকে কাযর্কর হবে। ২০১৩ সালের ১ ডিসেম্বর থেকে পঁাচ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন পোশাকশ্রমিকরা। এবার তা ১৬ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠন। জাতীয় নিবার্চনের আগে ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে কোনো অসেন্তোষ সৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা- সেই প্রশ্নে চুন্নু বলেন, ‘ন্যূনতম মজুরি ডিক্লেয়ার করার আগে আমি আনঅফিসিয়ালি শ্রমিক, শ্রমিক ফেডারেশন, ইউনিয়ন অনেকের সঙ্গে আলোচনা করেছি। তারাও বলেছেন, যদি আট হাজার টাকা হয়, তাহলে হয়ত সবাই সেটা গ্রহণ করবে। আমার ধারণা, কিছু সংখ্যক ছাড়া বেশিরভাগ গামের্ন্ট শ্রমিক এটা মেনে নেবেন এবং কোনো অস্থিরতা হওয়ার সুযোগ নেই, কারণ মজুরি ৫১ শতাংশ বাড়ানো হয়েছে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘ভালো কাজ করলে কেউ না কেউ বিরোধী তো থাকেনই। এক লাখ টাকা বেতন দিলেও কেউ কেউ বলবেন এতে হয় না, আরও লাগবে।’