বিএনপি ধেঁাকাবাজ জালিয়াত দল: হাছান

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ - ফোকাস বাংলা

বিএনপি একটি ধেঁাকাবাজ ও জালিয়াত দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিএনপির আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীষর্ক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তারা (বিএনপি) গত বছর বলেছিল ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পাটির্র (বিজেপি) সভাপতি অমিত শাহ্ তাদের ফোন করেছে। পরে অমিত শাহ্র অফিস থেকে বলা হলো অমিত শাহ্র পক্ষ থেকে কোনো ফোনো করা হয়নি। তারপর মাকির্ন সিনেটর ও পঁাচজন কংগ্রেসম্যানের সই জাল করে বিবৃতি দিল। সবের্শষ তারা (বিএনপি) প্রচার করলেন জাতিসংঘ তাদের ডেকেছেন। পরে দেখতে পেলাম জাতিসংঘের অফিস থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে ‘আমরা তাদের ডাকি নাই’। তারাই (বিএনপিই) আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছে। আর জাতিসংঘ মহাসচিবের কাযার্লয়ে গিয়ে তারা (বিএনপি) জাতিসংঘের সবির্নম্ন পযাের্য়র কমর্কতার্ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে দেখা করেছেন। সুতরাং বিএনপি এসব করে প্রমাণ করেছে তারা একটি ধেঁাকাবাজ, জালিয়াত এবং মিথ্যাবাদী দল। সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, যারা একশ মানুষ জোগাড় করতে পারে না তারা আবার জাতীয় ঐক্য করবে। আর এদের সঙ্গে নাকি বিএনপির সখ্য হয়েছে। এরা কারা? বদরুদ্দোজা চৌধুরী ছাড়া বাকিরা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেছে। তারা নাকি এখন তাদের আদশের্ক বিসজর্ন দিয়ে বিএনপির সঙ্গে সখ্য করবেন। যেখানে আফগানিস্তানের ট্রেনিংপ্রাপ্ত নেতারা ২০দলীয় জোটের মধ্যে আছে।