জামিনের জন্য ফের হাইকোটের্ শহিদুল

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
আবারও জামিন চেয়ে হাইকোটের্ আবেদন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার আলোকচিত্রী শহিদুল আলম। হাইকোটের্র সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার এ জামিন আবেদন দায়ের করেন তার আইনজীবীরা। বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতিমর্য় বড়ুয়া। তিনি বলেন, ‘শহিদুল আলম শারীরিকভাবে অসুস্থ, জামিন পেলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন না; বিচার মোকাবেলা করবেন। এছাড়া তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় পড়ে না এবং সরকার তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে। এসব বিষয় ও কারণ উল্লেখ করে তার জামিন আবেদনটি করা হয়েছে।’ গত ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত আইসিটি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করে দেয়ার পর মঙ্গলবার হাইকোটের্ ফের জামিন আবেদন করা হয়।