উগ্রতা-ভুয়া কন্টেন্ট তৈরিতে সুবিধাভোগীরা জড়িত: হানিফ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
মাহবুব-উল আলম হানিফ
উগ্রতা ও ভুয়া কন্টেন্ট তৈরি বা সন্ত্রাসে ইসলাম, মুসলিম, ধমীর্য় শিক্ষাপ্রতিষ্ঠান বা কওমি মাদ্রাসা কোনোভাবেই জড়িত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, এসবের পেছনে রাজনৈতিক সুবিধাভোগীরা জড়িত। মঙ্গলবার রাজধানীর বারিধারায় একটি হোটেলে মুভ ফাউন্ডেশন আয়োজিত ‘সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদ ও ভুয়া কন্টেন্ট: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীষর্ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হানিফ বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর রামু, উখিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায় ধমীর্য় উসকানি দিয়ে এবং কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষাথীের্দর আন্দোলনে গুজব ছড়িয়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছে। এর পেছনে রাজনৈতিক সমথর্ন ও সহযোগিতা ছিল। লন্ডন থেকেও এর জন্য ফোন এসেছে। তিনি বলেন, মাদ্রাসা ছাত্ররা কোনো উগ্রবাদী দল বা কমর্কাÐে জড়িত নয়। জামায়াতসহ বিভিন্ন দল, যারা উগ্র কমর্কাÐের পর রাজনৈতিক সুবিধা পাবে, তারাই এতে জড়িত। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, যে কেউ তার নাম ও পরিচয় প্রকাশ করে মত প্রকাশ করতেই পারে। তবে নাম-পরিচয় গোপন করে ভুয়া আইডি থেকে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়াতে পারে না। যদি কেউ এটা করে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এমন বাকস্বাধীনতা আমরা চাই না, যেটা সমাজে হানাহানি সৃষ্টি করে। এমন গণতন্ত্র আমরা চাই না, যেটা গণতন্ত্রের নামে মানুষ পোড়ানোর মতো ঘটনার সৃষ্টি করে।