আদালত অবমাননার দায়ে যুগ্মসচিবের সাজা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সাতক্ষীরার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অবস্থায় আদালত অবমাননার দায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনসহ তিনজনকে তিন মাসের কারাদÐ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত বাকি দুই কমর্কতার্ হলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সুষমা সুলতানা (ঘটনার সময় ছিলেন আশাশুনি উপজেলা নিবার্হী কমর্কতার্) এবং আশাশুনির বতর্মান সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন। আশাশুনি সহকারী জজ আদালতে শুনানি শেষে জ্যেষ্ঠ সহকারী জজ সাবরিনা চৌধুরী মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। জেলা জজ আদালতের প্রশাসনিক কমর্কতার্ আবু সুফিয়ান বলেন, ২০১৭ সালের একটি জমির মামলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন সরকারের এই তিন কমর্কতার্। ‘এ বিষয়ে শুনানি শেষে জ্যেষ্ঠ সহকারী জজ সাবরিনা চৌধুরী (সহকারী জজ আদালত, আশাশুনি) তাদের তিনজনকে তিন মাসের কারাদÐ দেন। তাদের আগামী এক মাসের মধ্যে সাতক্ষীরার বিচারিক হাকিম আদালতে আত্মসমপের্ণর নিদের্শ দিয়েছে আদালত। আদেশ লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছে আদালত।’