খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি ঢাবি সাদা দলের

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশতর্ মুক্তি, আসন্ন জাতীয় সংসদ নিবার্চন সুষ্ঠু ও নিরপেক্ষ করা এবং বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলের নেতাকমীের্দর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দল আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। সাদা দলের আহŸায়ক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক ড. লুৎফর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সদরুল আমিন, ড. মো. আকতার হোসেন খান, ড. সিরাজুল ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, ড. মো. ছিদ্দিকুর রহমান খান, ড. মহিউদ্দিন প্রমুখ। সভাপতির বক্তব্যে ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, দেশ আজ গভীর সংকটে নিপতিত। বাক্স্বাধীনতা নেই। হামলা-মামলা ও দুঃশাসনের রাজনীতি চলছে। গণতন্ত্র নেই। তারই উদাহরণ দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে বন্দি। এ সময় তিনি খালেদা জিয়ার নিঃশতর্ মুক্তি, বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসা ও সংসদ ভেঙে দিয়ে নিদর্লীয় সরকারের অধীন নিবার্চন নেয়ার দাবি জানান। ড. সদরুল আমিন বলেন, সম্পূণর্ মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। আমি তার অবিলম্বে মুক্তি ও পছন্দমাফিক হাসপাতালে সুচিকিৎসা দেয়ার দাবি জানাই।