ইন্টারনেটের দাম কমেনি, তবে গতি বেড়েছে ১০ গুণ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বতর্মান সরকারের দুই মেয়াদে গত ১০ বছরে তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে ইন্টারনেটে। এ সময়ে ব্যান্ডউইথের দাম ৯০ শতাংশের বেশি কমলেও ইন্টারনেটের দাম কমেনি। তবে বেড়েছে গতি, ব্যবহার ও গ্রাহক। তবে দাম না কমলেও ইন্টারনেটের গতি বেড়েছে ১০ গুণ। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির গত ৩১ জুলাই পযর্ন্ত হিসাব অনুযায়ী, দেশে বতর্মানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার। এরমধ্যে ৮ কোটি ২৯ লাখ ১২ হাজারই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। মোবাইল ইন্টারনেটে আগে উচ্চগতি না পাওয়া গেলেও থ্রিজি ও ফোরজি আসার পর গতি কিছুটা বেড়েছে। তবে সেই গতি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষও রয়েছে। ব্রডব্যান্ড (উচ্চগতি) ইন্টারনেট নিয়ে গ্রাহক সন্তুষ্টি থাকলেও এখনো তা সারাদেশে পৌঁছায়নি। সংশ্লিষ্টরা বলছেন, ২০১৯ সালের মধ্যে সারাদেশের ইউনিয়ন পযাের্য় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে যাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘গত ১০ বছরে আমরা ইন্টারনেটের প্রাথমিক কাজ শেষ করেছি। অবকাঠামো তৈরি প্রায় শেষ পযাের্য়। ইন্টারনেট শুধু বাড়ি বাড়ি নয়, সবার হাতে পৌঁছাতে চাই। আগামী বছর ইউনিয়ন পযাের্য় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছাতে পারলে এর বড় একটা অংশের কাজ শেষ হবে।’ মন্ত্রী বলেন, ‘আমরা থ্রিজি ও ফোরজি পেয়েছি। ২০২১ সাল নাগাদ আমরা ফাইভজিতেও যাবো। সে সময় ফাইবার অপটিকের মাধ্যমে বাড়ি বাড়ি ইন্টারনেট এবং ফাইভজির মাধ্যমে সবার হাতে হাতে থাকবে ইন্টারনেট। বাংলাদেশ সে সময় আরও উচ্চতায় পৌঁছে যাবে।’