দুগার্পূজায় পযার্প্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
দুগার্পূজা উপলক্ষে সারাদেশে পযার্প্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সারাদেশের প্রত্যেকটি পূজামÐপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বজায় থাকবে। দুগার্পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এবং অরাজকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।’ বুধবার দুপুরে দুগার্পূজার নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় পুলিশের আইজিপি জাভেদ পাটওয়ারী, র?্যাবের ডিজি বেনজির আহমেদ, আনসারের ডিজি মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ উপস্থিত ছিলেন। সচিব বলেন, ‘এ বছর সারাদেশে ৩০ হাজারেরও বেশি মÐপে সনাতন ধমার্বলম্বীরা দুগার্পূজা হবে। প্রতিমা বানানো থেকে শুরু করে বিসজর্ন পযর্ন্ত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবে। বিসজের্নর দিনটি শুক্রবার হওয়ায় যাতে ধমীর্য় কোনো ধরনের ক্ল্যাশ সৃষ্টি না হয় এ জন্য সতকর্ থাকা হবে এবং ওই দিন বেলা ৩টার পড়ে যেন প্রতিমা বিসজর্ন দেয়া হয় সেজন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।’