সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার যাযাদি ডেস্ক খুলনার রূপসা উপজেলার আঠারো বেকী নদী থেকে মুছা শিকদার (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুছা উপজেলার আলাইপুর গ্রামের মোস্তাকিন শিকদারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুছা বাড়ির পাশে একটি মুদি দোকান করে। দোকানদারি শেষে রাতে সে দোকানের ভেতরেই ঘুমাত। বুধবার রাত ১১টার দিকে বাড়ি থেকে রাতের খাবার খেয়ে সে দোকানে যায়। সকালে দোকান বন্ধ পেয়ে খেঁাজাখুঁজির একপযাের্য় এলাকাবাসী দেখতে পায় মুছার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আঠারো বেকী নদীতে তার মরদেহ ভাসছে। খবর পেয়ে রূপসা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত যাযাদি ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে জগদীশ দেব (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রেলস্টেশন এলাকায় এ দুঘর্টনা ঘটে। জগদীশ দেবের বাড়ি জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফঁাড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) নুরুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাচ্ছিল। এ সময় ট্রেনটির সামনে দিয়ে রেললাইন পার হওয়ার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বলেশ্বর নদ থেকে দস্যু আটক যাযাদি ডেস্ক সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদ থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)-এর সদস্যরা অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত দস্যু সত্তার বাহিনীর এক সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বলেশ্বর নদ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা বেশ কয়েকটি গুলি ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। র‌্যাব-৮-এর দেয়া এক বাতার্য় এ তথ্য জানানো হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। আগুনমুখা নদীতে ভাসমান মরদেহ যাযাদি ডেস্ক পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অজ্ঞাতপরিচয় এক পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলা চালিতাবুনিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট-সংলগ্ন নদীতে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি রাঙ্গাবালী থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে যায়। এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বলেন, অজ্ঞাতপরিচয় এক পুরুষের ভাসমান মরদেহ পাওয়া গেছে। সেখানে থানা পুলিশের সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী যুবকের মৃত্যু চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক (২৬) নামে দুবাই প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সিংরাইশ দক্ষিণ পাড়া হাজী বাড়ীর আব্দুর রহমানের একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নষ্ট হলে সহযোগিতার উদ্দেশ্যে গাড়িটিকে ধাক্কা দিতে যান আব্দুল হক। এ সময় ওপরে থাকা বিদ্যুতের ঝুলন্ত তার গাড়ির ছাদের উপরের অংশে পড়লে আব্দুল হক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।