পুরনো কারাগার ভবনের ছাদে বিদ্যুতস্পৃষ্টে নিহত ১

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরানো কারাগারের একটি ভবনের ছাদে বিদ্যুতস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন পুলিশের বিশেষ শাখার একজন কনস্টবল। বৃহস্পতিবার দুপুরে কারাগারের প্রশাসনিক ভবনের পাশে তিন তলা অনুসন্ধান ভবনের ছাদে এ ঘটনা ঘটে। লালবাগ জোনের পুলিশের বিশেষ শাখার পরিদশর্ক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে তারা নিহতের নাম বিজয় বলে জানতে পেরেছেন। আর আহত কনস্টেবল সরোয়ার পুলিশের বিশেষ শাখার মেডিকেল জোনের একজন সদস্য। এই কারাগারেই একটি ভবনের নিচতলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুনীির্ত মামলার বিচার চলছে। বিভিন্ন কাজে যারা কারাগারে আসেন তাদের অনুসন্ধান ভবনে নাম নিবন্ধন করতে হয়। পুলিশ কমর্কতার্রা জানান, খালেদা জিয়ার মামলার শুনানি চলায় সকাল থেকেই পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ছিল। কনস্টেবল সরোয়ারের দায়িত্ব ছিল অনুসন্ধান ভবনের তৃতীয় তলার ছাদে থেকে পরিস্থিতি পযের্বক্ষণ করা। দুপুরে আদালতে শুনানির বিরতিতে দেখা যায় তৃতীয় তলার ছাদে এক যুবকের বাম হাত বিদ্যুতের তারের সঙ্গে আটকে আছে।