ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীতে সব ধরনের ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক লীগ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধন থেকে বলা হয়, এক শ্রেণির অসাধু ব্যক্তি রিকশা শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশা রাজধানীতে পরিচালনা করছে। এসব রিকশার ব্যাটারি চাজর্ দিতে হাজার হাজার ইউনিট বিদ্যুৎ নষ্ট করা হচ্ছে। রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি মো. আজাহার আলী বলেন, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় চাজের্র নামে যেমন বিদ্যুতের অপচয় করা হচ্ছে, অন্যদিকে এসব রিকশা মালিকদের মধ্যে পরিচয়পত্র বিতরণের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।