কামালের ষড়যন্ত্রের ঐক্য কোনো ফল দেবে না: মেনন

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর শাহজাহানপুরের আওয়ামী লীগ ১১ নম্বর ওয়াডর্ কাযার্লয়ে শনিবার এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়াকার্সর্ পাটির্র সভাপতি রাশেদ খান মেনন -যাযাদি
ড. কামাল হোসেনের নেতৃত্বে বিরোধীদের ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়াকার্সর্ পাটির্র সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেছেন, ‘ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যের মূলশক্তি থাকবে বিএনপি- জামায়াত। ড. কামাল ও বদরুদ্দোজা চৌধুরী শুধু সাক্ষী গোপাল মাত্র। ষড়যন্ত্রের এই ঐক্য কোনো ফল দেবে না। আন্দোলন দূরে থাক, তারা একত্রে কোনো কাজই করতে পারবেন না।’ শনিবার সকালে রাজধানীর শাহজাহানপুরের ১১ নম্বর আওয়ামী লীগ ওয়াডর্ কাযার্লয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়াকার্সর্ পাটির্র সভাপতি রাশেদ খান মেনন এমপি। ড. কামাল হোসেনের নেতৃত্বে নতুন ঐক্যে বিএনপির সংশ্লিষ্টতা বিষয়ে সমালোচনা করে রাশেদ খান মেনন আরও বলেন, ‘ড. কামাল হোসেনের মতো জনবিচ্ছিন্ন ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনটি এখন জগাখিচুড়ি অবস্থায় দঁাড়িয়েছে। যেখানে বিএনপি গত ৯ বছরে ৯টি আন্দোলনও করতে পারেনি, সেখানে এই ঐক্য আন্দোলনের ডাক দিয়ে সরকার পতনের কথা বলছে। আন্দোলন তো দূরের কথা, এই ঐক্য আসলে তাদের মধ্যে কোনো ঐক্যই আনতে পারবে না। বতর্মান সরকারের উন্নয়নের কাছে তাদের ষড়যন্ত্রের ঐক্য ধুয়ে বিলীন হয়ে যাবে।’ বতর্মান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের বতর্মান সরকারের আমলে বাংলাদেশ অবিশ্বাস্য উন্নয়নের পথে এগিয়ে গেছে। বাংলাদেশ এ বছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তভুর্ক্ত হয়েছে। গত দু বছর ধরে জাতীয় প্রবৃদ্ধি ৭ শতাংশের কোটা ছাড়িয়ে গেছে। দেশের জিডিপি বেড়েছে কয়েক গুণ। এই সময়কালে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্যসেবা প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ কেবল আন্তজাির্তক স্বীকৃতিই পায় নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন আন্তজাির্তক সংস্থা ও দেশের কাছ থেকেও বিরল সম্মাননা পেয়েছেন। সুতরাং এই সরকারকে জনবিচ্ছিন্ন লোকের নেতৃত্বে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো ফায়দা হবে না।’ সভায় ১১ নম্বর ওয়াডর্ আওয়ামী লীগ সভাপতি মো. কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ওয়াডর্ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইসমাত জামিল লাভলু, শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার প্রমুখ।