বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই কিলোর মধ্যে স্কুল নির্মাণের প্রস্তাব বাতিলের দাবি

যাযাদি রিপোর্ট
  ১৮ জানুয়ারি ২০২১, ০০:০০
৭ হাজার ২২৩টি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের আবেদন জানিয়ে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন -স্টার মেইল

দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাব বাতিল দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ নব-জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় সমিতির নেতারা সারাদেশে সরকারি নীতিমালার আওতায় থেকেও বাদপড়া ৭ হাজার ২২৩টি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মতিয়ার। এসময় সহ-সভাপতি লিটন খান, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সুজা, ময়মনসিংহ বিভাগের সভাপতি আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার শতাধিক শিক্ষক নেতা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে