সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
অর্থনীতিবিদ শামসুল আলম বাইকের ধাক্কায় গুরুতর আহত যাযাদি রিপোর্ট মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম। এতে তার ডান পা ভেঙে গেছে। গত শনিবার বিকালে তিনি হাঁটতে বের হলে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই মোটরসাইকেলচালককে আটক করেছে এসপিবিএনের (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন) সদস্যরা। জানা যায়, ড. শামসুল আলম শনিবার সন্ধ্যার দিকে চন্দ্রিমা উদ্যানের দিকে হাঁটতে বের হয়ে রাস্তা পারাপারের সময় দ্রম্নতগতিতে আসা অ্যাপসভিত্তিক একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। সেখানে কর্মরত এসপিবিএনের সদস্যরা শামসুল আলমকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে এক্সরে এবং সিটি স্ক্যান করা হয়। মবিলের বোতলে ১০ হাজার ইয়াবা যাযাদি রিপোর্ট রাজধানীর রমনা পার্ক এলাকায় ট্রাকের ড্রাইভিং সিটের পেছনে মবিলের বোতলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল হাবিবকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। হাবিবের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়। গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী কমিশনার মো. মাহবুবুল আলম জানান, শনিবার রাত সাড়ে নয়টায় রমনা পার্কের উত্তর পাশে রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হাবিব পেশায় একজন গাড়িচালক। তিনি কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বাস ও ট্রাকযোগে ঢাকায় নিয়ে আসতেন। এরপর কারওয়ান বাজারসহ ঢাকা-শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। রাজধানীতে অভিযানে গ্রেপ্তার ৩২ যাযাদি রিপোর্ট মাদক বিক্রি ও সেবনের দায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছে থাকা ৪৮ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু হয়েছে। সাঈদ খোকনের পক্ষে মানববন্ধনে 'ঢাকাবাসী'র নাম ব্যবহারের প্রতিবাদ ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেক এক বিবৃতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে 'ঢাকাবাসী সংগঠনের' নাম ব্যবহার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে মো. শুকুর সালেক বলেন, গত ১২ জানুয়ারি বাহাদুর শাহ পার্কে মানববন্ধনে বিক্ষোভকারীরা সাঈদ খোকনের পরামর্শে সরকার অনুমোদিত স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকাবাসীর নাম ব্যবহার করা আমাদের অবাক করেছে। তিনি বলেন, সাঈদ খোকন আমাদের প্রতিষ্ঠানের কোনো সদস্য নন, বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা আমাদের পরিচিত নন। ঢাকাবাসী সংগঠনের নাম ব্যবহার করা প্রতারণার সামিল। ঢাকাবাসী সংগঠন কোনো রাজনৈতিক দলের লেজুড়ভিত্তিক নয়, এটি একটি সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, দেশ ও আন্তর্জাতিক মহলে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। সস্তা জনপ্রিয়তা প্রাপ্তির জন্য যারা এ রকম কাজটি করেছেন, তাদের বিষয়ে নগরবাসীকে সচেতন থাকতে বিবৃতিতে আহ্বান জানান মো. শুকুর। বিজ্ঞপ্তি