বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সব সড়কেই অটোরিকশা চালাতে দেওয়ার দাবি

যাযাদি রিপোর্ট
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ব্যাটারিচালিত রিকশা ভ্যান চালকদের বিভিন্ন সংগঠন -যাযাদি

রাজধানীর সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা রিকশা চালাতে দেওয়ার দাবিতে সমাবেশ করেছেন শ্রমিকরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে রাজধানীর ব্যাটারিচালিত রিকশা ভ্যান চালকদের বিভিন্ন সংগঠন।

সমাবেশে রিকশা-ভ্যানচালকরা 'পায়ে চালিত অ্যানালগ রিকশা চালাতে চাই না, ব্যাটারিচালিত ডিজিটাল রিকশা চালাতে চাই', 'মানুষ হয়ে মানুষ টানার মতো অমানবিক পেশা হতে মুক্তি চাই' লেখা পস্ন্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় শ্রমিকেরা বলেন, রাস্তা আছে যেখানে, সেখানেই ব্যাটারিচালিত রিকশা চলবে। সরকারকে ব্যাটারিচালিত রিকশা অনুমতি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আন্দোলনের সমন্বয়ক জনমুক্তি পার্টির চেয়ারম্যান মমতাজউদ্দীন বলেন, একসময় মানুষ ধান ভানছে ঢেঁকি দিয়ে, এখন ধান ভাঙে মেশিনের মাধ্যমে। একসময় মানুষ ধান চাষ করছে গরু, কোদাল দিয়ে মাটি কেটে। এখন ট্রাক্টর দিয়ে চাষ হয়। সুতরাং ২০০ বছর আগে মানুষ পায়ে চালিত রিকশা ব্যবহার করছে। এখন ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার করবে।

তিনি আরও বলেন, 'আমরা বলতে চাই যেখানে রাস্তা আছে সেখানেই ব্যাটারিচালিত রিকশা চলবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমাদের ব্যাটারিচালিত রিকশা চালানোর সুযোগ করে দিন।'

অটোচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, চালকদের অনেকেই বয়সের ভারে প্যাডেল রিকশা চালাতে পারেন না। অনেকে পঙ্গুত্বের কারণে চালাতে পারে না। তারা যখন অটোরিকশা কেনেন, তখন কোথাও কোনো বাধা থাকে না। অথচ চালাতে গিয়ে প্রতিটি ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। অটোরিকশা যদি বন্ধ করতেই হয়, তবে উৎপাদনের ক্ষেত্র থেকে বন্ধ করা হোক।

কর্মসূচিতে থেকে ছয়-দফা দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে